হিলি প্রতিনিধি::
ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল মাদক ছেড়ে খেলতে চল. প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় বাংলাহিলি পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন।
এ সময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এই টুর্ণামেন্টে হাকিমপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে ৯ টি দল অংশগ্রহন করছে।
মেয়র বলেন, করোনা ভাইরাসের করণে র্দীঘ সময় খেলা ধুলা বন্ধ হয়ে যায় , এতে তরুন সমাজের ছেলে মাদকের দিকে ঝুঁকে পড়ে । তাদের মাদক থেকে ফিরে আনতে হাকিমপুর পৌরসভার উদ্যোগে এই ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।