-
- জেলা সংবাদ, দুর্ভোগ, সারাদেশে
- মোংলায় বৃষ্টিপাতে জলাবদ্ধতা, লঘুচাপের সম্ভাবনা
- আপডেট সময় October, 12, 2022, 7:06 pm
- 149 বার পড়া হয়েছে
মোংলা প্রতিনিধি:-
মোংলায় হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশ কখনো রৌদ্রজ্জ্বল আবার কখনো হালকা মেঘলা অবস্থা বিরাজ করছে। কিন্তু বেশির ভাগ সময়ই আকাশ থাকছে রৌদ্রজ্জ্বল, তারমধ্যেই হচ্ছে ঝুম বৃষ্টি। বুধবার (১২ অক্টোবর) স্বল্প সময়ের বৃষ্টিতে তাৎক্ষণিক জলাবদ্ধ হয়ে পড়ছে পৌর শহরসহ আশপাশের নিচু এলাকার রাস্তাঘাট। বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় এ বৃষ্টিপাত। তবে সাড়ে ১০ টার দিকে ঝুম বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন রাস্তা তলিয়ে জলাবদ্ধতা দেখা দেয়। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আর গত কয়েকদিন ধরে চলে আসা প্রচণ্ড তাপদাহে জলীয়বাষ্পে মেঘমালার সৃষ্টি হচ্ছে। যারে ফলে এ বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে, আপাতত কোন সংকেত দেয়ার মত লঘুচাপের সৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। তবে দুই একদিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষ ভাগে আরো একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। তবে মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন সৃষ্টির খবর ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সেটি এই মুহূর্তে বলা যাচ্ছেনা। কারণ এমন কিছু হতে গেলে প্রথমে লঘুচাপ, তারপর নিম্নচাপ হয়ে পরিশেষে সাইক্লোনে রূপ নেয়, যা অবশ্য দীর্ঘ সময়েরও ব্যাপার। মূলত বেশ সময় নিয়েই সাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে। তিনি আরো বলেন, কোন লঘুচাপ ও নিম্নচাপ যদি স্বল্প সময়ে দুর্বল ও উপরিভাগে উঠে যায় সেক্ষেত্রে সাইক্লোনের সম্ভাবনা থাকেনা। গত মাসেও তিনটি লঘু ও নিম্নচাপ হয়েছিল যা দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে অস্তিত্ব হারায়। তারপরেও সম্ভাব্য সাইক্লোন সৃষ্টির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এমনটা হলে তা আবহাওয়া বুলেটিনের মাধ্যমে সকলকে সতর্কীকরণসহ প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর