July 3, 2024, 8:28 am

সংবাদ শিরোনাম
নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া রোড সংস্কার যেন স্বপ্ন! দীর্ঘদিন দিন পর আশা পূরণ হতে যাচ্ছে কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের যুক্তরাষ্ট্রের সাংবাদিক কুলাউড়ার মাহফুজ আদনানের উদ্যোগে ত্রাণ তৎপরতা সরিষাবাড়িতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় ধরা ৩০হাজার টাকায় রফাদফা পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

উলিপুরে বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৪২ নেতা কর্মীর একযোগে পদত্যাগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উলিপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ শাজাহান আলী,সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী শাহ ফকির, সহ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু শাকেরসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৪২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। তারা ওই ইউনিয়ন কমিটি পুনর্গঠনে উপজেলা বিএনপি’র অগঠনতান্ত্রিক পদক্ষেপ, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।  বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন কমিটির সভাপতি শাজাহান আলী। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার তত্ত্বাবধানে বিগত ৭ জানুয়ারি ২০২০ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিএনপি’র দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন নির্বাচিত হন। এরপর থেকে তারা নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল স্বাক্ষরিত গত ১৫ আগস্ট স্বাক্ষরিত এক চিঠিতে দলদলিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেনকে কমিটি থেকে বাদ দিয়ে জনৈক সোলায়মান বকসীকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করে ইউনিয়ন নেতৃবৃন্দ বরাবর চিঠি পাঠান। চিঠির বিষয়টি কর্মীদের মাঝে জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।  পদত্যাগকারীদের মতে এটি সম্পূর্ণ অগঠতান্ত্রিক ও দলীয় স্বেচ্ছাচার মূলক । কোন প্রকার গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করেই ইউনিয়ন কমিটির  নির্বাচিত সাধারন সম্পাদককে অপসারণ করা হয়। কমিটি পুনর্গঠন করার চিঠি প্রাপ্তির পর নেতাকর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। সেখানেই সিদ্ধান্ত হয় উপজেলা কমিটির অগঠনতান্ত্রিক কার্যকলাপ ও দলের অভ্যন্তরে কোঠারি রাজনীতি লালন করার প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ করবেন । এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কর্মীরা অভিমান করেছে। দ্রুত সমস্যার সমাধান হবে। অন্যদিকে সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল পদত্যাগের ঘটনা নিশ্চিত করে বলেন, সাংগঠনিক পদ থেকে যারা পদত্যাগ করেছেন বলে দাবী করা হচ্ছে তাদের অনেকে বিষয়টি জানেননা। তারা আমাদের সাথে যোগাযোগ করছে। ##
Share Button

     এ জাতীয় আরো খবর