July 3, 2024, 8:40 am

সংবাদ শিরোনাম
নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া রোড সংস্কার যেন স্বপ্ন! দীর্ঘদিন দিন পর আশা পূরণ হতে যাচ্ছে কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের যুক্তরাষ্ট্রের সাংবাদিক কুলাউড়ার মাহফুজ আদনানের উদ্যোগে ত্রাণ তৎপরতা সরিষাবাড়িতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ঝিকরগাছায় প্রবাসীর স্ত্রী আপত্তিকর অবস্থায় ধরা ৩০হাজার টাকায় রফাদফা পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই কিন্তু প্রয়োজনে প্রস্তুত আছি : পরিকল্পনামন্ত্রী

খায়রুল আলম সুমন :

৫ অক্টোবর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা, পূর্ব পাগলার দামোধরতপী, ইনামনগর ও নগর গ্রামের বিভিন্ন  পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। কখনো যুদ্ধ-বিগ্রহ চাই না। কিন্তু আমাদেরকে যদি কেউ বার বার উস্কে দেয় কিংবা আমাদের জাতীয়তাবোধে আঘাত হানে তাহলে আমরা ছেড়ে কোন কথা বলবো না।কারো চোখ রাঙানিতে বাংলাদেশ ভয় পায় না। যুদ্ধ করার মতো সব ধরণের সক্ষমতা আমাদের আছে। যুদ্ধ করলে বহু মানুষের প্রাণ যাবে। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বিগ্রহে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। রাষ্ট্রের ক্ষতি হয়। আমরা শান্তিপ্রিয় জাতি, রাষ্ট্রে ভিতর এবং বাহিরে শান্তি চাই। মিয়ানমারের সাম্প্রতিক কর্মকান্ড সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তারা প্রতিনিয়ত যদি আমাদের খোঁচা দেয়, বাধ্য হয়েই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বিজিবি, সেনাবাহিনীসহ সকল নিরাপত্তা রক্ষা বাহিনী সার্বক্ষনিক কড়া পাহারা দিচ্ছে। এসব ছাড়াও আমাদের সবচেয়ে বড় শক্তি সাড়ে ষোলো কোটি জনগণ আমাদের সাথে আছে।আমাদেরকে সরাসরি কিছু বলার সাহস নেই মিয়ানমারের। এটা তাদের পুরোনো অভ্যাস। এটা পৃথিবীবাসী সবাই জানেন। আমাদের সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পাতানো ফাঁদে পা দিচ্ছেন না। খুবই ভালো জিনিস। মন্ত্রী আরো বলেন, সমস্যা নিয়ে কাজ করতে হবে। কথা বলতে হবে। সমাধানের পথ খুঁজে বের করতে হবে। মিয়ানমান ভিন্ন ভিন্ন কথা বলে, কথা দিয়ে কথা রাখে না। চীনের সাথে আমাদের সম্পর্ক যেমন, তাদেরও তেমন। মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার এক এক বার এক এক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখেনা। চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো আমাদেরও ভালো। এখানে চীন সমস্যা সমাধানে কাজ করতে পারে। নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন বাস্তবায়নের কাজ করে নির্বাচন কমিশন, সরকার নয়। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দিয়ে যাচ্ছে। পরিদর্শন কালে পরিকল্পনামন্ত্রীর সাথে ছিলেন

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যান্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর