অনলাইন ডেস্কঃ
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা খালেদা জিয়াকে ছাড়া দলটি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তির দাবে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক ঘণ্টার মানববন্ধনে তিনি একথা জানান।
খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ”তাকে(খালেদা জিয়া) ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তাকে ছাড়া আমরা কোনো নির্বাচনেই অংশগ্রহণ করব না।”
মানববন্ধনে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারাও এই মানববন্ধনে অংশ নেন। এদের মধ্যে ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জেপির মোস্তফা জামাল হায়দার, এলডিপির ডা. রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, শহীদুন্নবী ডাবলু, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার আসাদুর রহমান খান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, এনডিপির খন্দকার গোলাম মর্তুজা, মঞ্জুর হোসেন ঈশা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মানববন্ধন শেষে ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে রমনা থানা পুলিশ।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ইকবাল