January 13, 2025, 8:14 am

সংবাদ শিরোনাম

রংপুরে কাউনিয়ায় স্কুল ছাত্রীর হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর ব্যুরোঃ-
গত ২০শে আগস্ট কাউনিয়া উপজেলার বরদারগা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও জনসাধারণ সন্মলিত ভাবে স্কুল ছাত্রী  সানজিদা আক্তার হত্যার প্রতিবাদে দুপুরে স্কুল প্রাঙ্গনের সম্মুখে  রাস্তার দুইধারে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ও প্রতিবাদে স্কুল ছাত্রী সানজিদা আক্তারের হত্যা কারিদের অবিলম্বে বিচার ও ফাঁসি দাবি করেন। ঘটনার বিবরণে  প্রকাশগত ১৮ই আগস্ট  মঙ্গলবার রাত্রি ৯টার দিকে কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় বাজারের ৪০০ গজ পূর্বে বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে নব্দিগজ্ঞ টু মধুপুর পাকা সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় সানজিদা আক্তারের  লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় পুলিশ কথিত প্রেমিক কে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে আটক করে। সানজিদা আক্তার ইভা কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের ইব্রাহিম খানের কন্যা এবং পাশ্ববর্তী পীরগাছা উপজেলার বড় দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।নিহতের পরিবারিক সূত্রে জানাগেছে মঙ্গলবার বিকালের দিকে কোচিং এ যাওয়ার কথা বলে বের হয়ে যায় সানজিদা। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। রাত সাড়ে দশটা এগারটার দিকে কাউনিয়া থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সানজিদার লাশ শনাক্ত করে তার পরিবারের  লোকজন। পরবর্তীকাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোন্তাছের বিল্লাহ  খবর পেয়ে রাত আনুমানিক নয়টার দিকে বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে নব্দিগঞ্জ -টেপামধুপুর রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পরে থাকা স্কুল ছাত্রী কে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো জখমের চিহ্ন রয়েছে।

হত্যা কান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কথিত প্রেমিক রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন তালুক পশুয়া গ্রামের মোঃ হোসাইন মিলিটারির ছেলে মোঃ ফাহিম সানি (২০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং ০৯ /২০২২

Share Button

     এ জাতীয় আরো খবর