-
- অপরাধ, রংপুর
- পীরগঞ্জে লাঠি ও ছাবলের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত
- আপডেট সময় August, 7, 2022, 6:11 pm
- 149 বার পড়া হয়েছে
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি :
পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি ও ছাবলের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত করেছে ৪ সদস্যের এক আদিবাসী পরিবার। রোববার (০৭ আগষ্ট) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় পাহাড়পুর গ্রামের মৃত- আঃ কুদ্দুছ মিয়ার পুত্র বাবলু মিয়া’র সঙ্গে একই গ্রামের আদিবাসী বুদু খুজুরের পু্ত্র ঘুগু খুজুর (৪০) এর গত ০৪ আগষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বচসা হয়। বচসার সূত্র ধরে রোববার সকালে ঘুগু খুজুরের বাড়ি সংলগ্ন বাবলু মিয়া পাওয়ার টিলারযোগে জমি চাষ করতে গেলে ঘুগু খুজুরসহ তার বাবা বুদু কুজুর, বোন রত্না রাণী কুজুর ও কালি কুজুর প্রথমে পাওয়ার টিলারের গতিরোধ করে। পরে উভয়ে মিলে অতর্কিতভাবে লাঠি ও ছাবল দিয়ে উপর্যুপরি আঘাত করলে বাবলু মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তারা চাষরত পাওয়ার টিলারটিও নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর