আর হে রবিউল ইসলাম ।
বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর একটি রাস্তায় হাজার মানুষের চলার পথ,নতুন বাজার বি ডি এস মাধ্যমিক বিদ্যালয়ের ও প্রথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ভোগান্তি ও নতুন বাজারের প্রতিদিন সকালে হাট বসে ৫ শতাধিক মানুষের দীর্ঘদিনে ভোগান্তি ছিলো।
২৬/৭/২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০ টার সময় গাছুয়া ইউনিয়ন উন্নয়ন সংস্থার সদস্যরা ২য় ধাপে ভাংগা রাস্তা ভরাট ও সংস্কারের কাজ করেন। গাছুয়া ইউনিয়ন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: এহসানুল আলম ফরাজি ও প্রভাষক মোঃ দিদার ভাই এর সার্বিক সহোযোগিতা ও সংগঠন এর সদস্য বাদশা আমিন ও,মোঃ জহিরুল ইসলাম, মোঃ কবির সরদার, প্রিন্স মাহাবুব, মোঃউজ্জ্বল হোসেন, মোঃরাকিব সরদার, মোঃ রমজান, মোঃ সাকিল খান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ তারেক রহমান, মোঃ তাহাসিন হোসেন, মোঃ মানিক, মোঃজিসান, মোঃ আকতার, মোঃ মেহেদী, মোঃমরুন চৌকিদার, মোঃ নাঈম হাসান সহ ৩ নং ওয়ার্ড এর সদস্যদের তত্তাবধানে ২য় ধাপে রাস্তা সংস্কারের কাজ করেন