January 2, 2025, 7:38 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

এসি মিলানে আরো এক মৌসুম থাকছেন ইব্রাহিমোভিচ

খেলাধুলা ডেস্ক:

ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। এর মাধ্যমে আরো অন্তত এক বছর ইতালিতে খেলার নিশ্চিত হলো সুইডিশ এই ফরোয়ার্ডের।

এক বিবৃবিতে মিলান জানিয়েছে, ‘২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ইব্রাহিমোভিচের সাথে চুক্তি নবায়ন করতে পেরে এসি মিলান অত্যন্ত আনন্দিত। সুইডিশ এই ফরোয়ার্ড তার নির্ধারিত ১১ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন।’আগামী অক্টোবরে ৪১ বছরে পা রাখতে যাওয়া ইব্রা যে চুক্তিতে স্বাক্ষর করেছেন তাতে তার নির্দিষ্ট বেতনের পরিমান দাঁড়িয়েছে ১ মিলিয়ন ইউরো। এর সাথে পারফরমেন্স বোনাস মিলিয়ে চুক্তির পরিমান খুব একটা কম নয়।

মে মাসে কাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির অস্ত্রোপচারের কারনে অন্তত আগামী বছরের শুরুর আগে মাঠে নামতে পারছেন না ইব্রাহিমোভিচ। ইন্টার মিলান, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড ইনজুরির পর বলেছিলেন গত ছয়মাস হাঁটুর ব্যাথার কারনে তিনি রাতে ঘুমাতে পারেননি। কিন্তু তারপরও ১১ বছরের মধ্যে এসি মিলানকে প্রথমবারের মত সিরি-এ শিরোপা উপহার দেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটা পূরণ করার জন্যই তিনি মাঠে নেমেছেন।

এর আগে গত বছর বাম হাঁটুর অস্ত্রোপচারের কারনে ইউরো ২০২০’এ সুইডেনের হয়ে মাঠে নামতে পারেননি। এরপর পেশীর সমস্যার কারনে মিলানে হয়ে পড়েছিলেন অনিয়মিত। ২০২০ সালের জানুয়ারিতে আট বছর পর আবারো মিলানে ফিরেছিলেন ইব্রাহিমোভিচ। তার আগমনের পর থেকে স্টিফানো পিওলির দল ইতালিয়ান লিগে শীর্ষস্থানে ফিরে আসতে সক্ষম হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর