December 23, 2024, 6:42 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৬ হাজি

ডিটেকটিভ ডেস্কঃঃ

হজের আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৬ জন হাজিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বৃহস্পতিবার রাত ১০টা ২৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

হাজিদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ব্যবস্থা করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিসের। লাগেজ সংগ্রহের পর এই জায়গা থেকে তাদের হাতে তুলে দেয়া হয় জমজমের পানি। তাই এবার হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হাজিরা।

সিভিল এভিয়েশন জানায়, ৪ আগস্ট পর্যন্ত দেশে ফিরবেন হাজিরা। তাদের ফেরার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এবছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এবার হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭ টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এ ছাড়া ৬৪টি ফ্লাইটে সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার সৌদি আরবে মারা গেছেন মোট ১৮ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৫ জন। সর্বশেষ ১৪ জুলাই কুষ্টিয়া জেলার মো. আজিজুল হক মারা যান।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর