-
- জেলা সংবাদ, ঢাকা, ব্রেকিং, রাজনীতি, সারাদেশে
- গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় June, 4, 2022, 5:59 pm
- 164 বার পড়া হয়েছে
কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি– বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি”র জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ০৪ জুন শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী
লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুকসুদপুর ঈদগাহ সুপার মার্কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু, সদস্য মোঃ হুজ্জাত হোসেন লিটু, দিগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগির হোসেন, মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মারজান হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার বিপ্লব ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ নিভেল মিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম,মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, ত্রান ও সমাজ কল্যাণ সম্পদক হায়দার হোসেন, ধর্ম সম্পাদক সফিকুজ্জামান সবুজ
,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নাইমুল হাকিম জুম্মান, সাধারন সম্পাদক লুৎফর হোসেন মোল্যা, যুগ্ম সম্পাদক শাহিনুজ্জামান শাহীন সহ উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর