আমজাদ হোসেন,পাবর্তীপুর(দিনাজপুর)
দিনাজপুর-ফুলবাড়ী হাইওয়ে চিরিরবন্দর উপজেলা১০নং ইউনিয়নের উচিতপুরের মালাইপুরে গতকাল (২৯ মে) বিকেল ৫টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক অতিক্রম করতে গিয়ে বিপরীত মুখি ট্রাকের সামনে পড়ায় চালক জরুরী ব্রেক ধরায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে মোটরবাইকটি। আরোহী ছিটকে পড়ে প্রানে বেচে যায়, কিন্তু মোটরবাইকটি ট্রাকের
দুমড়ে-মুচড়ে যায়। এদিকে জনতার রোসানলে পড়ে ট্রাক হেলপার পালিয়ে গেলেও ড্রাইভার
সেখানকার বিক্ষিপ্ত জনতা আটক করে।
এদিকে মটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। আহতদের মধ্যে একজনের নামঃ সাহেদ রহমান, বাড়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুরে অপর দুজনের পরিচয় মেলেনি। ঘটনা স্হলের থেকে
নিকটস্ত থানায় খবর দিলে দ্রুত ঘটনাস্থলে চিরিরবন্দর থানার এসআই চিত্ত রায় সহ সঙ্গীও ফোর্স এসে সড়কে লেগে থাকা যানজট নিরসণে দ্রুত পদক্ষেপ নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে এবং ট্রাক চালককে পুলিশের কাছে সোপর্দ করে।