সাংবাদিক নাজমুজ সাকিব মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে পত্রিকায় লেখার জেরে মাদক সম্রাজ্ঞী মন্ঞ্জিলা সাংবাদিক সাকিব ও স্হায়ীয় ইউ,পি সদস্য আবু হানিফ সহ সংশ্লিষ্টদের প্রাণ মেরে ফেলার হুমকি দেন বলে সাধারন ডায়েরী ও স্হানীয় সুত্রে জানা গেছে। সাংবাদিক সাকিব পার্বতীপুর ঊপজেলা মোমিনপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের আজিমুদ্দীনের সন্তান, লেখা-পড়ার পাশাপাশি সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়ে।
প্রকাশ থাকে যে,পার্বতীপুর বড়হরিপুর মুন্সী পাড়া গ্রামে প্রকাশ্যেই গড়ে উঠেছে মাদকের রমরমা ব্যাবসা ও আখড়া।এলাকার লোকজনের মূখে (নাম প্রকাশে অনিচ্ছুক) উঠে আসে মাদক সম্রাজ্ঞী মঞ্জিলার ভয়াবহতার চিত্র, মাদক ব্যাবসায়ী মঞ্জিলা এলাকার ত্রাস, এলাকায় নেশার সম্রাজ্য কায়েম করায় স্হানীয় তরুণ সমাজ আজ নেশার নীল দংশনে নানা রকম অবৌধ কাজে লিপ্ত, অনেকে মনে করেন এই মাদক সম্রাজ্ঞীর কারনে অত্র এলাকা যুব সমাজ আজ চরমভাবে হুমকির মূখে।
সে মাদক ব্যাবসা ছাড়াও চোরা কারবারি, কিশোর -কিশোরী সংবদ্ধ দল তৈরি করে বিভিন্ন এলাকায় ছাগল-গরু চুরি সহ নানারকম অনৈতিক কর্মকান্ড জড়িত বলে এলাকা সুত্রে জানা গেছে, তার এসমস্ত কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ প্রায়শই দেখা যায় সামাজিক গনমাধ্যমে। মঞ্জিলার এসমস্ত অপকর্ম স্হানীয় সাপ্তাহিক চিকলী ও জাগো রংপুর পত্রিকায় প্রকাশ হলে সে সাংবাদিক সাকিব ও সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের উপর চড়াও হয়ে পথেঘাটে তাদের প্রাণ নাশের নানা রকম হুমকি-দমকি দিয়ে আসছে।
গত কয়েকদিন পূর্বে মাদক এবং চোরাকারবারির বিরুদ্ধে করা মামলায় জামিনে মুক্তি পেয়েই জনসন্মুক্খে পার্বতীপুরের ভবের বাজারে সাংবাদিক সাকিবকে দেখতে পেয়েই তাঁকে নানারকম অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন। এদিকে সাকিবকে লান্চিত করতে দেখে আবু হানিফ (৩নং ওয়ার্ডের ইউ,পি সদস্য) এগিয়ে গেলে তাকেও লান্চিত ও প্রাণ নাশের হুমকি দেন মাদক সম্রাজ্ঞী মন্ঞ্জিলা ও তার সন্গবদ্ধ দল ।
বিষয়টি পাবর্তীপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) প্রীতম সাহা কে অবগত করলে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। একজন প্রতিবন্ধী সাংবাদিক কে মানসিকভাবে হেয় করা এবং প্রকাশ্য দিবালোকে প্রাণে মারার হুমকি দেয়াতে সাকিব অনেকটাই মর্মাহত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে । সে তার জীবনের নিরাপত্তার জন্য স্হানীয় প্রশাসন ও সরকারের নিকট আকুল আবেদনের কথা জানিয়েছন।
এই সুত্রের জেরে সাংবাদিক সাকিব পরিবারের অন্যান্য সদস্য ও স্হানীয় ওয়ার্ড সদস্য আবু হানিফকে সাথে নিয়ে পাবর্তীপুর মডেল থানায় উপস্হিত হয়ে মাদক সম্রাজ্ঞী মঞ্জিলা ও তার বাহীনীর বিরুদ্ধে ১৯/০৫/২০২২ ইং পাবর্তীপুর মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন । অভিযোগটির তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা ।