October 6, 2024, 7:29 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

জুনেই উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু : মন্ত্রিপরিষদ সচিব

বিকাশ দাশঃ আগামী জুন মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য ‘রেডি’ হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে (মন্ত্রিসভার বৈঠকে) এবং আজকে যেটা আলোচনা হয়েছে, আমরা মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন আগামী ৪/৫/৬ দিনের মধ্যে জিনিসটা। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটাতো উনি বলেই দিয়েছেন, আমরাও রেডি আছি, ইনশাহ আল্লাহ। আশা করছি লাস্ট উইকের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে।’
‘ডেটটা (উদ্বোধন) এখনো ফিক্সড হয়নি। ধরে রাখেন লাস্টের দিকে।’

নাম নিয়ে কোনো পরিবর্তন আসছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, উনি (প্রধানমন্ত্রী) বলে দিয়েছেন, পদ্মা সেতু পদ্মা সেতুই। এটা উনি ক্লিয়ার করবেন যখন পদ্মা সেতু নিয়ে কথা বলবেন।’

টোল নিয়ে অনেক কথা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যখনই যেখানে ব্রিজ করি টোলটা হলো ফেরির ওয়ান পয়েন্ট ফাইভ ধরা হয়। সেটা ধরেই করা হয়েছে। পরবর্তী সময়ে সরকার যদি মনে করে যে এটা বেশি হয়ে গেছে…।’

এটা অনেকেই বঙ্গবন্ধু সেতুর সঙ্গে কম্পেয়ার করে। বঙ্গবন্ধু ব্রিজ তো হলো ফোর পয়েন্ট এইট (৪.৮ কিলোমিটার) কিলোমিটার। আর এটা হলো নাইন পয়েন্ট এইট সেভেন, অলমোস্ট ডাবল। তাছাড়া এখানকার ফেরির ন্যাচার আর বঙ্গবন্ধুর ফেরির ন্যাচার এক ছিল না।’

Share Button

     এ জাতীয় আরো খবর