আমজাদ হোসেন,পাবর্তীপুরঃ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন । এই জংশন হয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রেন যোগে বিভিন্ন স্হানে যাতায়াত করে থাকেন জংশনে সাচ্ছন্দ্যে যাত্রী চলাচলের নিরাপত্তা নিশ্চিত করন সহ কোটি কোটি টাকা মূল্যের রেলওয়ে সম্পদের নিরাপদ নিশ্চিত করে থাকেন রেলওয়ে পুলিশ ( GRP ) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী ( RNB ) ।
সর্বক্ষনিক তাঁদের এ কাজে তৎপর থাকতে হয় । তবে ঈদকে সামনে রেখে যাত্রী চলাচল বেড়ে যায় এবং স্বক্রীয় হয়ে উঠে অপরাধীচক্র। সংগত কারণেই যাত্রী নিরাপত্তা ও অপরাধীদের দমনে এই দুই জংশনে সার্বিক তৎপরতা জোরদার করা হয়ে থাকে এবং টিকেট কাউন্টার সহ রেলওয়ে জংশন এলাকায় নজরদারি বাড়ানো হয় । প্রতিবারের মতো এবারেও ঈদকে সামনে রেখে এমনই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে পুলিশ কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এই দুই কর্মকর্তা ।