January 8, 2025, 1:06 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

পিতা পুত্রের মারামারি অবশেষে লাশ হলেন পিতা

সুজা মিয়া,(মিঠাপুকুর)রংপুর প্রতিনিধিঃ

রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনে আজ (২৯ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে বিশনাথ
তির্কী(৪২) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে।বিশনাথ তির্কী মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনের
বিগলা তির্কীর ছেলে। বিশনাথের মাত্র দুই ছেলে। এলাকাবাসী জানান বিশনাথ তির্কী কম সময় বাড়িতে থাকেন,
তিনি বাইরে শুয়োরের পাল চড়ানোর কাজ করতেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন।বাড়িতে প্রায় দিন
তাদের পরিবারের মধ্যে ঝগড়া হতো।গতকালও তার বড় ছেলে পরেশ তির্কী ও পরিবারের লোকদের সাথে ঝগড়া
হয়।এবং আজ সকালে আমরা জানতে পারি বিশনাথ তির্কী মারা গেছেন।তবে কিভাবে মারা গেলেন তা আমরা
সঠিকভাবে বলতে পারবো না। এদিকে বলদীপুকুর বাজারে ২/৩ জন জানান বিশনাথের সাথে তাদের বাজারে
দেখা হয়।সেখানে তারা দেখতে পান বিশনাথ রবিন নামে এক দোকানদারের কাছ থেকে জমিতে কীটনাশক ঔষধ
দেওয়ার কথা বলে ঔষধ কিনে নিয়ে যান।এবং তার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর শোনা যায়। তার পরিবারের
বড় ছেলে পরেশ তির্কীর সাথে কথা বললে তিনি জানান আমার বাবার সাথে আমাদের কারো কোনো দন্ধ ছিলো
না।আমার বাবা সকালে স্ট্রোক করে মারা গেছেন।জমিতে কীটনাশক ঔষধ দেওয়ার বিষয়ে বিশনাথের স্ত্রী
সোমারীর সাথে কথা বললে তিনি জানান আমাদের তো একশতকও জমি নেই।তবে কি কারণে তিনি কীটনাশক
ঔষধ কিনেছেন তা আমি বলতে পারবো না। ২ নং রাণীপুকুরের নব নির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)কে
এলাকাবাসী জানালে তিনি ঘটনাস্থলে আসেন এবং দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন গ্রামের লোক সবাই মিলে যে
সিদ্ধান্ত নিবে তার উপর ভিত্তি করে জানানো হবে দাফন করা যাবে কিনা।পরে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করতে
প্রশাসনকে জানান বিষয়টি। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য
নিয়ে যান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর