December 22, 2024, 9:34 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

তৃতীয় লিঙ্গের অত্যাচারে অতিষ্ঠ রাজধানির নগরবাসী।

সেলিম ইসলাম খান ঃ
ঢাকার প্রতিটা সিগনালে হিজড়াদের অত্যাচার বেড়েই চলেছে। বর্তমানে প্রতিটা সিগনালের দিকে তাকালে দেখতে পাবেন তাদের টাকা তোলার দৃশ্য।
আপনি যদি মতিঝিল বা গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর যান তাহলে প্রায় ৫-৬ জায়গা তাদের মুখোমুখি হতে হবে।
আবার মতিঝিল থেকে গাবতলী হয়ে সাভার বা বাইপাইল যান তাহলে তাদের মুখোমুখি হতে হবে ৮-১০ জায়গা।
টাকা না দিলে আপত্তিকর ভাবে গালাগাল ও বিচ্ছিরি ব্যবহার করা হয় বাস যাত্রী সহ বাকী পরিবহনে আরোহন কারীদের।
নিজের সাথেও আপত্তিকর ঘটনা ঘটার মুখোমুখি হওয়ার আগেই তাদের গালাগাল শুনে টাকা দিতে বাধ্য হয়। টাকা না দিলে কাপড় খুলে বাসের যাত্রীদের কে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় তারা। প্রশাসনের চোখের সামনেই যাত্রীসহ পথচারীদের হয়রানি যেন দিনদিন বেড়েই চলছে।
আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা গুলোর এটা কতটা ভয়ংকর রুপ ধারণ করেছে। বাসে যাত্রীদের মতই এক দম্পতি তাদের সন্তানসহ বাসে উঠে। পথিমধ্যে শ্যামলি মোড়ে যাওয়ার পর একদল তৃতীয় লিঙ্গের লোক বাসে উঠে যায়। উঠে ঐ দম্পতিকে হেনস্তা শুরু করে টাকা নেওয়ার জন্য এবং একপর্যায়ে তাদের সন্তানকে নিয়েও টানাটানি করে। ৫০০টাকা দাবী করে বসে। তারা জানায় যে এই মুহুর্তে তাদের কাছে এতগুলো টাকা নেই। সন্তানকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাসায় যাচ্ছিলো। তখন তারা কোন কথা না শুনে লোকটির কোলে গিয়ে বসে এবং তার সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরেবাসে থাকা সকলে বিষয়টি নিয়ে কথা বলাতে তারা নেমে যায়। এরকম ভাবে প্রতিটা সিগনালেই অত্যাচার করা হয়।
এরকম ঘটনা বর্তমানে অহরহ ঘটছে। সম্মানের ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।
অন্যায় অনিয়ম দেশের প্রতিটা শাখা প্রশাখায় মিশে গেছে। এর জন্য দায়ী দেশের সরকার ব্যবস্থা বলে ধারনা সুশিল সমাজের,
 তৃতীয় লিঙ্গের মানুষের কর্ম ব্যবস্থা করলে হয়তো এতোটা অপমানিত হওয়া লাগতোনা তাদের কর্মসংস্থানের জোর দাবি জানান ভুক্তভোগিরা
Share Button

     এ জাতীয় আরো খবর