মোঃ মোবারক আলী,বিরামপুর,দিনাজপুর (প্রতিনিধি)দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার খায়রুল আলমের
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
লিগ্যাল বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশন জেলা অফিস বিরামপুর,দিনাজপুর বরাবরে
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর
কাজীপাড়া গ্রামের মৃত-আজিজার রহমানের পুত্র ব্যবসায়ী জামিল সরকার জানায়
আমার এনিমি প্রোপাটির জমি জেলা-দিনাজপুর,থানা-বিরামপুর,মৌজা-
পূর্বজগন্নাথপুর (কাজীপাড়া),জেএল নং-২৩৪, খতিয়ান নং-২৯, দাগ নং ৯০৫,
রকম-অকৃষি, পরিমান-১০ শতক জমির খাজনা প্রদান করার জন্য ভূমি
অফিস,বিরামপুর এর সার্ভেয়ার মোঃ খায়রুল আলম এর নিকট গেলে ১৪১৫ বাংলা
সন হইতে ১৪২৭ বাংলা পর্যন্ত ১০ শতক জমির খাজনা বাবদ মোট ৬৮ হাজার টাকা
আমার কাছ থেকে খাজনার রশিদ দিবে বলে গ্রহন করেন। ৬৮ হাজার টাকার
পরিবর্তে ৯ হাজার ৪শ টাকা খাজনার রশিদ প্রদান করেন। অবশিষ্ট টাকার বিষয়ে
জিজ্ঞেসা করলে সে আমাকে জানায় অফিসারকে অবশিষ্ট টাকা দিতে হয়েছে।
আবার ৬ মাস পর খাজনা নেওয়ার জন্য আমার উপর ভূমি অফিসের সার্ভেয়ার
চাপসৃষ্টি করেন। আমি তার কাছে গেলে ১৪২৮বাংলা সালের খাজনার জন্য আমার
কাছ থেকে পূনরায় ১ বছরের খাজনা বাবদ ৬৫ হাজার ৩শ ৪০ টাকা দাবী করেন। উক্ত
টাকা না দিলে আমাকে বসত বাড়ী থেকে উচ্ছেদ করার হুমকি প্রদান করেন।
আমাদের প্রতিনিধি উক্ত বিষয়ে সার্ভেয়ার খায়রুল আলমকে জিজ্ঞাসাবাদ করা
হলে সে জানায় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং আরো বলেন
ব্যবসায়ী জামিল সরকার সরকারী বিধিমোতাবেক ঘরবাড়ী নির্মাণ করেন নাই
এ বিষয়ে জেলা প্রশাসকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) এর চেয়ারম্যান এড. (সুপ্রীম
কোর্ট) ওবায়দুর রহমান লস্কর আনীত অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ শে
ফেব্রæয়ারী/২০২২ইং তারিখে বিরামপুর ভূমি অফিসের সার্ভেয়ার খায়রুল
আলমকে ঘটনাটির বিষয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
অনেক ভূক্তভোগীর নিকট থেকে জানা গেছে বিরামপুর ভুমি অফিস দুর্নীতির
আখড়া বলে আখ্যায়িত করে বলেন, ভূমি অফিসের কর্মচারীগণ রাত ৮টা পর্যন্ত
অফিস করেন বলে জানা গেছে।