October 7, 2024, 5:30 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন সম্পন্ন

ডিটেকটিভ ডেস্কঃঃ

রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে প্রার্থনাও করেন তিনি।

উদ্বোধনের পর মূল মন্দিরে প্রবেশ করেন ভারতের রাষ্ট্রপতি। এরপর তিনি মন্দিরের বিভিন্ন অংশও পরিদর্শন করেন। সেখানে মন্দিরের পুরোহিতসহ কমিটির বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন তিনি।

পরে এক সুধি সমাবেশ অংশগ্রহন করবেন ভারতের রাষ্ট্রপতি। তিনদিনের ঢাকা সফরে শেষে আজ দুপুরে দেশে ফিরবেন রাম নাথ কোবিন্দ। এর আগে ১৬ ডিসেম্বরের বিজয়ের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী উদযাপন অনুষ্ঠানে রাম নাথ কোবিন্দ অংশ নেন।

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর ধ্বংসকৃত উপমহাদেশের অন্যতম প্রাচীন এই মন্দিরটি পুরাতন মন্দিরের আদলে তৈরি হওয়ায় খুশি কর্তৃপক্ষ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২ দশমিক দুই-ছয় একর জমির ওপর রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম। ১৯৭১ সালের ২৬ মার্চ,পাকিস্তানি হানাদার বাহিনী কালী মন্দিরটি সম্পূর্ণভাবে ধ্বংস করে।

দীর্ঘদিন পর পুনর্নির্মাণ করা হয়েছে রমনা কালীমন্দির। নতুন তৈরি নাট মন্দির, বহুতল ভক্তনিবাস ও প্রবেশ গেট নির্মাণে ৭ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে ভারত সরকার। নির্মাণ কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষা। ঐতিহাসিক স্থাপনাটি পুরাতন মন্দিরের আদলে নির্মিত হওয়ায় খুশি কর্তৃপক্ষ।

ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে রাম নাথ কোবিন্দের এটিই প্রথম সফর। বিজয়ের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী উদযাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে তার এ বাংলাদেশ সফর।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর