January 5, 2025, 4:44 am

সংবাদ শিরোনাম

আজ রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

বুধবার (৮ নভেম্বর) রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১টায় এমিরেটসের বিমানে রওনা হবেন ক্রিকেটাররা। উদ্দেশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলা। বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড মাঠে নামার আগে দু্টি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। একটি নিজেদের মধ্যে, একটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।

করোনা মহামারীর কারনে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। এর আগেরবার গিয়ে ১৪ দিনের রুম কোয়ারেন্টাইনে থাততে হলেও এবার তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। এই সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। নেগেটিভ এলেই মুক্তি।

দেশের মাটিতে পাকিস্তানের সাথে দুটি টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হয়েছে। কিন্তু দুই ম্যাচের প্রথমটিতে ভরাডুবি শেষে দ্বিতীয়টিতেও রয়েছে হারের শংকায়। হারের এমন তিক্ত স্বাদ নিয়েই আজ রাতেই নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

এখন পর্যন্ত নিউজিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলা এই ম্যাচগুলোর কোনটিতেই বাংলাদেশ জয়লাভ করতে পারেনি।

জিততে পারেনি কোনো ম্যাচে। এবার কি জয়খরা কাটাতে পারবে মুমিনুল হকের দল? বড় কিছুর প্রত্যাশা করা ভুল হবে। কারণ

এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাকিব ও তামিম বিহীন বাংলাদেশ দল। মুমিমুল হকের নেতৃত্বে দলে আরও রয়েছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

Share Button

     এ জাতীয় আরো খবর