December 31, 2024, 9:20 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সচিব হলেন আব্দুর রহিম রিপন,নতুন আরও তিন সদস্য অন্তর্ভুক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক , দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম হাজী হাশমত আমেনা ফাউন্ডেশন এর  আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪ আগষ্ট গণঅভ্যত্থানে নির্যাতিত সাংবাদিক সংগঠন , মৌলভীবাজার”-এর আহবায়ক-কমিটি গঠন মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা সাবেক স্বামীর লালসা-সন্তান বলির পাঁঠা, প্রতিকার কোথায়? জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বামনায় সুশীল সমাজের সাথে ইউএনও’র মতবিনিময়

ভারত থেকে আবারও ‌শুরু হলো বেনাপোল বন্দরে অক্সিজেন আমদানি

বেনাপোল  থেকেএনামুলহক ঃ
ভারত থেকে প্রায় আড়াই মাস পর আবারও শুরু হয়েছে অক্সিজেন আমদানি। ভারতে চিকৎসা খাতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করেছিল।
 বেনাপোল বন্দর সুত্রে জানা যায়, গত দুই দিনে ভারত থেকে ১৯০ মেঃটন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানি কারক ছিল লিনডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। অক্সিজেন ছাড় করাতে কাগজ পত্রের আনুষ্ঠানিতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারতি এন্টার প্রাইজ।
অক্সিজেন চালান কাস্টমস ক্লিয়ারেন্সের দায়িত্বে থাকা বেনাপোলের সারথি এন্টারপ্রাইজের মালিক ও বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, গত কয়েক মাস ধরে ভারতে নতুন ধরনের করোনাভাইরাস মহামারী রূপে ছড়িয়ে পড়ায় অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। এমনকি ভারতে অক্সিজেনের চরম সংকট তৈরি হয়। যে কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অক্সিজেন সরবরাহ বন্ধ রাখে। ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশ অক্সিজেন সরবরাহ করা শুরু করেছে। এই মুহূর্তে বাংলাদেশেও করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে বাংলাদেশেও প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বেড়েই চলেছে। যে কারণে জরুরী পণ্য সরবরাহের তালিকায় থাকায় দ্রুত কাস্টমসে কার্যাবলি সম্পাদন করে অক্সিজেনের চালানটি দ্রুত খালাস করে সংশ্লিষ্ট মালিকের কাছে পৌঁছানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে দেশের করোনার সংক্রমণ বৃদ্ধি পায় প্রতিদিন অক্সিজেনের চাহিদা গিয়ে দাঁড়ায় ৩০০ থেকে ৫০০ টন। তবে ভারত অক্সিজেন সরবরাহ বন্ধ করলেও দেশে উৎপাদিত অক্সিজেন দিয়ে চাহিদা মেটানো হচ্ছিল।
উল্লেখ্য, শুধুমাত্র গত ২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছিল। এর আগে প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে দেশে। করোনাকালীন আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বাড়ে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার কারনে এতদিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। করোনা কালিন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরী অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর