-
- দুর্ভোগ, সারাদেশে
- “সরকারবাজার-গোরারাই সড়ক”’ নির্মাণের ছয় দিনের মধ্যে গাইডওয়ালে ফাটল
- আপডেট সময় June, 6, 2021, 4:31 pm
- 657 বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধিঃ
সরকারবাজার —গোরারাই সড়কের কাঠারাই থেকে দেওয়াননগর পর্যন্ত তিন কিলোমিটার ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ করছে এলজিইডি কার্যালয়।৷ গোরারাই গ্রামের ব্রিজের পাশেই পানির স্রোত ঠেকাতে রাস্তা মেরামতে গাইডওয়াল ব্যবহার করা হয়। নিম্নমানের কাজ করায় গোরারাই গ্রামের রাস্তার পাশের গাইডওয়ালের পিলার নির্মানের ছায় দিনের মধ্যে খুঁটিতে ফাটল দেখা দেয়।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার — গোরারাই সড়কের কাঠারাই থেকে দেওয়াননগর পর্যন্ত তিন কিলোমিটার ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক অ্যান্ড পে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে রাস্তায় নতুন ইট সুরকির সঙ্গে গালা মিশ্রিত পুরোনো কার্পেটিংয়ের মালপত্র মিশিয়ে কাজ করে।
অন্যদিকে এ সড়কের গোরারাই গ্রামের ব্রিজের কাছে কিছু জায়গায় পানির স্রোত ঠেকাতে গাইডওয়াল শক্তিশালীকরণে নির্মিত পিলার ছয় দিনের মধ্যেই ফেটে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান টেক অ্যান্ড পের স্বত্বাধিকারী লিটন রায় বলেন কোন নিম্নমানের কাজ করা হচ্ছে না।দুটি পিলার মধ্যখানে কেউ ফাটল মনে করতে পারেন। ওয়ার্ডারের নির্দেশনা থেকে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত কাজ করা হচ্ছে ।
এলজিইডি মৌলভীবাজার সদর উপজেলার প্রকৌশলী আলমঙ্গীর চৌধুরী বলেন, সরেজমিনে পরিদর্শন করে গাইডওয়ালের পিলারে ফাটল পাওয়া গেলে তা ভেঙে নতুন করে কাজ করতে হবে ঠিকাদারকে।
এ জাতীয় আরো খবর