আশিজুর রহমান, গাজীপুর:
গাজীপুরে টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানায় টিভিন খেয়ে অসুস্থ হওয়ার ঘটনার খবর পেয়ে শ্রমিকদের নিকটস্থ আত্মীয়স্বজন কারখানার সামনে এসে ভির জমায়, এছাড়া উৎসাহী জনতা কারখানার সামনে এসে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে স্থানীয় নেতাকর্মী ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। কারখানার পক্ষ থেকে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার সকল সহায়তা প্রদান করা হবে বলে তাদের আস্বস্ত করেন।
কারখানার শ্রমিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার প্রায় এক হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত আটটার দিকে কারখানা কর্তৃপক্ষ তাঁদের টিফিন সরবরাহ করে। টিফিন খাওয়ার পরপরই অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। রোগীর সংখ্যা বেশি হতে থাকায় কারখানার ভেতর অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় একটি হাসপাতালে পাঠান কারাখানা কর্তৃপক্ষ।
বারাকা ফ্যাশন লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী জানান,বৃহষ্পতিবার কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করছিলেন। রাতে ওভারটাইম করানোর কথা ছিলো। পরে রাতে টিফিন খেয়ে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের রাতেই টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ জানান, শ্রমিকরা অসুস্থ হবার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক(টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন জানান, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।