September 21, 2024, 5:55 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ: মওদুদ

সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ: মওদুদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা প্রসঙ্গে বলেছেন, এই মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ মামলা করার কারণ হলো বেগম খালেদা জিয়াকে হেয়-পতিপন্ন করা এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষনা করার উদ্দ্যেশে এ মামলায় সরকার পক্ষ কোন প্রমাণাদী দিতে পারেনি। ৩২ জন স্বাক্ষীর মধ্যে ৩১ জন স্বাক্ষী কেউই বেগম খালেদা জিয়ার এ মামলায় সংশ্লিষ্টতার প্রমাণ আছে বলে স্বাক্ষী দেয়নি। সুতরাং এটা নো-এভিডেন্স আমরা আশা করছি এ মামলায় বেগম জিয়া বেকসুর খালাস পাবেন। এই অগনন্তারিক সরকার বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা মিথ্যা। তিনি গতকাল শনিবার সকাল ১১টা ৩০ নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের মানিকপুরে তার নিজ বাস ভবন সংলগ্ন মাদ্রাসা মাঠে করিবরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতিনিধি সভায় এইসব কথা বলেন। তৃণমূল সভায় সভাপতিত্ব করেন, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি হাসনা জসীম উদ্দিন মওদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, মোঃ আবু বাহার, ওসমান গণি, গোলাম হায়াত সাকের ও ছাত্রনেতা মোঃ মাসুদ প্রমুখ। ব্যারিষ্টার মওদুদ আরও বলেন, প্রধান বিচারপতি ছাড়া সুপ্রীম কোর্ট চলছে। এটি বিশ্বে একটি নজির বিহীন ঘটনা। সরকার এখনো প্রধান বিচার পতি নিয়োগ করতে পারেননি। অথচ বাংলাদেশে প্রধান বিচারপতির পদ এক ঘন্টার জন্যও শূণ্য রাখার বিধান নাই। বিগত সময়ে এ সরকারের ১৫৪জন এমপি ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচনই বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পারবে না। এজন্য আগামি নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ।

Share Button

     এ জাতীয় আরো খবর