দেশে করোনাভাইরাসের সংক্রমণ আর মৃত্যু আরো খানিকটা কমে আসার সুখবর এল রোজার ঈদের দিনে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নয় সপ্তাহ পর নেমে এসেছে হাজারের নিচে; আর সাত সপ্তাহ পর দৈনিক মৃত্যু ত্রিশের নিচে নেমে এসেছে। শুক্রবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ৮৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও ২৬ জনের। তবে শনাক্ত কম হওয়ার বড় কারণ পরীক্ষা কম হয়েছে।
এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গত ৮ মার্চ। সেদিন ৮৪৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ২৪ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল; সেদিন মোট ২৫ মারা যাওয়ার কথা জানানো হয়েছিল সরকারের তরফ থেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১২ হাজার ৭৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। আরো ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
//ইয়াসিন//