December 22, 2024, 9:04 pm

সংবাদ শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

যশোরে দু’জনের শরীরে করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট

ইয়ানূর রহমানঃঃ

 

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা দুইজনের শরীরে
করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এই দুইজনই ভারত
ফেরত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষা
শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।

এ অবস্থায় ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ভারত থেকে
ফেরার পথে তার সংস্পর্শে আসা সব ব্যক্তিকে কোয়ারেন্টিনে নিয়ে নমুনা
পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

একই দিন স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিয়েছে, দেশে ছয়জনের শরীরে
করোনাভাইরাসের ভারতীয় ধরনের অস্তিত্ব মিলেছে। ফলে বাংলাদেশে এই ভাইরাসটির
এই বিপজ্জনক ধরন ছড়িয়ে পড়ে কি-না তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।
করোনাভাইরাসের ভারতীয় ধরনটি ডাবল মিউট্যান্টসমৃদ্ধ। এই করোনাভাইরাস ছড়িয়ে
পড়ার পর ভারতে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। প্রতিদিনই সেখানে রোগী মৃত্যু
ও আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে।
যশোরে শনাক্ত দুই রোগী বর্তমানে জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড
ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

করোনার প্রাদুর্ভাব রোধে ভারতের সাথে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর আটকে
পড়া বাংলাদেশিরা হাইকমিশন বা উপহাইকমিশনের বিশেষ অনুমতি নিয়ে গত ২৬
এপ্রিল থেকে দেশে ফিরছেন। গত ৪ মে পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে এক হাজার
৫৭৭ জন নাগরিক দেশে ফিরেছেন। যাদের বেনাপোল, ঝিকরগাছা, যশোর শহর ছাড়াও
পাশের চার জেলার হোটেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় কোয়ারেন্টিনে
রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনা পজেটিভ যাত্রীর শরীর থেকে নমুনা
সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে
পাঠানো হয় পরীক্ষার জন্য। এর মধ্যে তিনজনের নমুনা পজেটিভ এসেছে। এ
তিনজনের মধ্যে দুইজনের শরীরের করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব
মিলেছে বলে নিশ্চিত করেছেন জেনোম সেন্টারের সহযোগী পরিচালক ও যবিপ্রবির
অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ।

তিনি বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্টের নাম্বার হলো বি ১.৬ ১৭.২। তবে এটি ডাবল
মিউট্যান্ট নয়। ভারতের প্রায় ২০ শতাংশ মানুষ এ ভ্যারিয়েন্টে আক্রান্ত।
ব্রিটেনে এটি ছিল ৫৯ শতাংশ। তারপরও এ ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সতর্ক
হতে হবে। আমরা আশা করছি, যারা ভারত থেকে ফিরছেন তাদের পরীক্ষার পাশাপাশি
পৃথক পরিবহন ব্যবস্থায় কোয়ারেন্টিনে নিতে হবে এবং নেগেটিভ না হওয়া
পর্যন্ত পৃথক রাখতে হবে।’

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের
অন্যতম শীর্ষ অণুজীববিজ্ঞানী প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘যশোর
জেনারেল হাসপাতালে থাকা ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেওয়ার পাশাপাশি
ভারত থেকে ফেরার পথে তাদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে কোয়ারেন্টাইনে
নিয়ে নমুনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যে দুইজনের নমুনায় ভারতীয়
ভ্যারিয়েন্ট মিলেছে তাদের নমুনার হোল জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ
নিয়েছি। বিষয়টি আইইডিসিআর-কে অবহিত করা হয়েছে।’

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপকুমার রায় বলেন, ‘এখান
থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার ও
আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছিল। আমরা এখনো কোনো তথ্য পাইনি। তথ্য পেলে
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম প্রটোকল মেনে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর