ডিটেকটিভ ডেস্কঃঃ
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ছাড়ালো, আক্রান্ত ৪ কোটি ৬ লাখের বেশি। একদিনে ৩ লাখ ৩০ হাজার নতুন শনাক্তের মধ্যে ১ লাখ ৩৭ হাজারই ইউরোপে।
এদিকে, করোনায় ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি প্রাণহানি দেখেছে বিশ্ব। আবারো সবচেয়ে বেশি মৃত্যু ভারতে। প্রাণ গেছে ৬শতাধিক জনের। দেশটিতে নতুন শনাক্ত ৪৬ হাজার ৪৯৮ জন।
বেলজিয়ামে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতিকে সুনামির সাথে তুলনা করেছেন তিনি। রাশিয়ায় নতুন করে ১৫ হাজারের বেশি আক্রান্তের পরও খুলেছে এলিমেন্টারি স্কুল। যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক নতুন মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। আর্জেন্টিনায় ১০ লাখ ছাড়িয়েছে সংক্রমিতের সংখ্যা।