চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃঃ
‘যুব সমাজের অঙ্গিকার, জয় করিবো মানবতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের সাতবাড়িয়া যুব ও প্রবাসী কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ উপলক্ষে দুই শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি মোঃ হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি শাফায়েত হোসেন, সহ-সভাপতি রহমত উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। মেডিকেল টিম পরিচালনা করেন ডাঃ মোঃ শাহাদাত হোসেন, ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, ডাঃ আয়েশা ইসলাম উর্মি, ডাঃ মোঃ সাইফুল ইসলাম রুবেল। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ পরান মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল জলিল মজুমদার, মাষ্টার বেলায়েত হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, জাহিদুল কবির, মোঃ মহিন, অর্থ সম্পাদক মোঃ কামরুল হাসান, প্রচার সম্পাদক মোঃ সাগর, ক্রীড়া সম্পাদক মোঃ রহিমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।