January 24, 2025, 8:46 am

সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমদ শাহিনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে জামায়াতের মিছিল নীলফামারীতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গৌরনদীতে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ! আটক সাদুল্লাপুরে অপরাধের উর্ধ্বগতি, জনমনে উদ্বেগ

রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নে বিল দখল করে মাছ চাষ করায় এলাকাবাসী পানি বন্দি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিল দখল করে মাছ চাষ করায় শত-শত পরিবার পানি বানি বন্দি হয়ে পড়েছেন। কার্তিকপাড়া উত্তর বিল ও কাশিয়াপুকুর পশ্চিম বিলে মাছ চাষের জন্য লোহার নেট ও সুতি জাল দিয়ে পানি প্রবাহের প্রতিবন্দকতা করায় পানি বন্দি হয়ে পড়ার অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

প্রায় গত দুই সপ্তাহ ধরে এসব এলাকার মানুষেরা পানি বন্দি অবস্থায় মানবেতর জীবযাপন করছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে আত্নীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বন্যার পানিতে অনেক কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। পানিতে ডুবে গেছে মাঠের ফসলাদি।

সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুকুর, কাজুপাড়া, কার্তিকপাড়া, খলিশাকুড়ি, তেবাড়িয়া, বড়বড়িয়া, মঙ্গলপাড়াসহ ১০ থেকে ১২টি গ্রামের শত-শত ঘরবাড়িতে হুহুকরে ঢুকে পড়েছে বন্যার পানি।

এলাকাবাসীর অভিযোগ, কার্তিকপাড়া উত্তর বিল ও কাশিয়াপুকুর পশ্চিম বিল অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করছে এলাকার কিছু প্রভাবশালীরা। বিলের পানি নিস্কাশনের কালর্ভাটটির মুখে লোহার নেট ও সুতি জাল দিয়ে বন্ধ করা হয়েছে। এ কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। অবৈধ বিল দখলদারেরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তাদের এসব অবৈধ কার্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে নেমে আসে বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন।

এছাড়াও ভাগলপুর সুইজ গেট, সড়গাছি উত্তরপাড়া, কাশিয়াপুকুর ব্রিজের নিচে সুতি জাল দিয়ে পানি বন্দি করে মাছ চাষ করা হচ্ছে। এতে করে পানি বিল দিয়ে না নামার করণে ডুবে গেছে এলাকার শত শত ঘরবাড়ি। পানি বন্দি হয়ে পড়েছে এসব এলাকার মানুষেরা। পানি বন্দি মানুষেরা বিশুদ্ধ পানি, রান্নাবান্না ছাড়াও নানা কষ্টে দিন অতিবাহিত করছে। এ পর্যন্ত সরকারী ও বেসরকারী কোন ধরনে সাহায্য সহযোগিতা পানি বন্দি মানুষেরা পায়নি। এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে এ অবৈধ দখল মুক্ত করে তাদের দুর্দশা লাঘবে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ব্যাপারটি নিয়ে জানতে চাইলে বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সরকার গণমাধ্যম কর্মীদের বলেন, বিলে মাছ চাষের জন্য এলাকার মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গত দুই বছর থেকে এ অবস্থায় পড়তে হচ্ছে তাদের। পানি বন্দি মানুষেরা নানা ধরনের কষ্টে দিন পার করছে। বিলের পানিতে মাছ চাষের জন্য যে প্রতিবন্দকতা তৈরি করা হয়েছে তা সরিয়ে ফেললে পানি দ্রুত নেমে যাবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ বলেন, একটা গণবিজ্ঞপ্তি জারি করা হবে, যারা আইন পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এছাড়াও অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দখল মুক্ত করা হবে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর