October 11, 2024, 4:45 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

ময়মনসিংহে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

ময়মনসিংহে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে শহীদ স্মৃতি আদর্শ সরকারী ডিগ্রী কলেজে ছাত্রীদের কমনরুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু‘গ্রুপে ব্যাপক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ ৭জন আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে শহীদ স্মৃতি আদর্শ সরকারী ডিগ্রী কলেজের কমনরুমে বসাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সালাম গ্রুপ ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জিল গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নান্দাইল মডেল থানার এসআই নুরুল হুদা, দৈনিক কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি আলম ফরাজীসহ কমপক্ষে ৭জন আহত হয়। আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত এরশাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি অবস্থা বিরাজ করছে। নান্দাইল মডেল থানার কর্মকর্তা ইনচার্জ সরদার মোঃ ইউনুছ আলী বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর