ডিটেকটিভ ডেস্কঃঃ
বিশ্বে করোনায় চিকিৎসাধীন আছেন ৭২ লাখ ৬ হাজার জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৪০ হাজারের বেশি। এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ২৪ হাজার।
করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ৫ হাজার, এর মধ্যে ভারতেই ১১শ ৮ জন। নতুন ৯৪ হাজার ৪শ আক্রান্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৫১ হাজার। এছাড়া ব্রাজিলে ৮শ এবং যুক্তরাষ্ট্রে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দুটি দেশেই একদিনে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নিচে।
এদিকে ফ্রান্স, ইতালি ও স্পেনে বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউনে না গিয়ে স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্স সরকার।
দেশটিতে একদিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস।