December 23, 2024, 7:57 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চারটি জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনা আক্রান্ত কোন রোগি মারা যায়নি। এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪৪ জন রোগী।
শনিবার (২৮শে আগস্ট) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৫১ জন এবং সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৫৪৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২১ জন, জয়পুরহাটে ২ জন, বগুড়ায় ৪৬ জন ও সিরাজগঞ্জে ১২ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৫৫৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৫৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮ জন, নওগাঁয় ১ হাজার ১২২ জন, নাটোরে ৮২৭ জন, জয়পুরহাটে ৯১৩ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯১১ জন ও পাবনায় ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৫১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৭ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৫০ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২ হাজার ৫৪৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৩৯, চাঁপাইনবাবগঞ্জে ৪২৬ জন, নওগাঁয় ১০০১ জন, নাটোরে ৫৫৮ জন, জয়পুরহাট ২২৩ জন, বগুড়ায় ৫ হাজার ৪৫৭ জন, সিরাজগঞ্জ ৯৯০ জন ও পাবনায় ৮৫০ জন রোগী।
Share Button

     এ জাতীয় আরো খবর