ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে দুটি দেশের ঘোষণায় বিশ্ববাসী আশার আলো দেখলেও মহামারী ছড়িয়ে পড়ায় শঙ্কা কাটছে না।এরইমধ্যে করোনায় মৃত্যু পৌনে ৮ লাখ ছাড়িয়ে গেছে।করোনায় মৃত্যু ও প্রাণহানির হিসেব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার বেলা ১১ টা পর্যণন্ত সর্বনাশা করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৪৫৭ জন। আর মারা গেছেন ৭ লাখ ৭৭ হাজার ৪৪০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৮৬৯ জন।আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।করোনা আক্রান্ত হয়ে শীর্ষ মৃত্যুবরণকারী দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার ৭১৬ জন, ব্রাজিলে ১ লাখ ৮ হাজার ৬৫৪ জন, মেক্সিকোতে ৫৭ হাজার ২৩ জন, ভারতে ৫১ হাজার ৯২৫ জন, যুক্তরাজ্যে ৪১ হাজার ৩৬৯ জন, ইতালিতে ৩৫ হাজার ৪০০ জন, ফ্রান্সে ৩০ হাজার ৪২৯ জন ও স্পেনে ২৮ হাজার ৬৪৬ জন।বাংলাদেশে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন।গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। গত ৮ মাস ধরে এটি বিশ্বময় দাপট দেখাচ্ছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ আগষ্ট ২০২০/ইকবাল