October 7, 2024, 6:24 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস উদ্যাপন

আবু বক্কর ছিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার (১৫ আগস্ট) প্রত্যুশে উপজেলা প্রশাসন ও আ’লীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শোক র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভানুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার- কাজী লুতফুল হাসান’র সভাপতিত্বে অুনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, পৌর মেয়র. আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশানার (ভ‚মি) শাকিল আহম্দে, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা ও উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে, দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা আ’লীগের গৃহীত কর্মসূচী সমূহ উপজেলা আ’লীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) আফরুজা বারীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে রাজধানীতে অবস্থান করায় তিনি (আফরুজা বারী) উপজেলার ইউনিয়ন সমূহে আ’লীগের উদ্যোগে গৃহীত কর্মসূচীতে প্রধান অথিতি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন বলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে গত শুক্রবার (১৪ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। এছাড়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

সুন্দরগঞ্জে ভুয়া কাজীর কারাদন্ড

আবু বক্কর ছিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আইয়ুব আলী (৪৫) নামে এক ভ‚য়া কাজীর বিরুদ্ধে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন।কারাদন্ডাদেশপ্রাপ্ত ভ‚য়া কাজী আইয়ুব আলী ওরফে আইয়ুব মুন্সি উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র। তিনি শুক্রবার দিনগত গভীর রাতে উক্ত ইউনিয়নের রামজীবন গ্রামে বিয়ে রেজিষ্ট্রি করতে গেলে ঐ বাড়ির পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়ন কাজী আঃ কাদেরের কর্ণগোচড় হলে ভুয়া কাজী আইয়ুব আলীকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেন স্থানীয়রা।পরে ভ্রাম্যমান আদালতে তার ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর