October 7, 2024, 12:26 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

বোয়ালমারীতে অবৈধভাবে খাল দখল,স্থানীয়দের মাঝে উত্তেজনা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টুংরাইল খাল দখল নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে একটি ভিত্তিহীন  মিথ্যা সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।ওই অনলাইন পোর্টালে কাজ করা প্রভাষ চৌধুরী নামে জনৈক সাংবাদিক তার এক নিকট আত্মীয় টুংরাইলের পুতুল রানী বিশ্বাষের খালের সরকারী জমি দখল করাকে বৈধতা দিতে উঠে পড়ে লেগেছে। প্রভাস  চৌধুরী  সরকারি খালকে ব্যক্তিগত জায়গা বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। মিথ্যা সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে বিষয়টি নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মাঝে এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রভাষ চৌধুরী নিজের আত্মীয়কে সুবিধা পাইয়ে দিতে পার্শ্ববর্তী  উপজেলার এক আওয়ামীলীগ নেতাকে ব্যবহার করে এবং মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিকে বিভ্রান্ত করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য খননকৃত টুংরাইল খালের দক্ষিনপার সড়ক ঘেষা প্রায় ২০ টি দোকান দিয়ে ব্যবসা করছে স্থানীয় গ্রামবাসী। কয়েক মাস আগে খালটি সংস্কারের সময় দোকানগুলো সরিয়ে দেয় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান। খাল খনন শেষে অন্যান্য ব্যবসায়ীরা নিজ স্থানে বসতে পারলেও আনন্দ বিশ্বাষসহ বেশ কয়েকজনের জায়গা অবৈধভাবে দখল করে নেয় পুতুল রানী বিশ্বাস। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পার্শ্ববর্তী উপজেলা কাশিয়ানীর এক নেতার ছত্রছায়ায়  জায়গাটি দখল করে নেন পুতুল। তবে পুতুল রানীর দাবি খাল পার দিয়ে যাওয়া সড়কটি তার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে গেছে। বর্তমানে জায়গাটি সরকারিভাবে রাষ্ট্রের সম্পদ হলেও এখানে দোকান তোলায় তার অধিকার বেশি তাই সে এ জায়গায় দোকান দিয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হলে ওই সাংবাদিক জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেন।এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, “খাল সংস্কারের স্বার্থে দোকানগুলো সরিয়ে দিয়েছিলাম আমি। খাল খননের পর আগে যাদের দোকান ছিল তারা অনেকেই  আর আগের জায়গায় আসতে পারেনি। জায়গা নিয়ে যেহেতু বিরোধ সৃষ্টি হয়েছে তাই ওই জায়গা কারো দখলে না থাকাই ভাল।”নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, “পার্শ্ববর্তী উপজেলার আওয়ামীলীগ নেতা আকরাম খানের ইন্ধনে টুংরাইল খালকেন্দ্রিক উত্তেজনা বিরাজ করছে। এটির সমাধান না হলে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।”এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আকরাম খান বলেন, “বোয়ালমারী উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করার উদ্যোগ নিলে ওই গ্রামের লোকজন আমার কাছে আসে। সরকার শুকনো মৌসুমে সাধারণ মানুষের কল্যানে যা ভালো, তা করলে আমার আপত্তি থাকবে না।

প্রাইভেট ডিটেকটিভ/৬ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর