ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
ন্যাপোলির বিপক্ষে ম্যাচের আগে ভালো সমস্যাতেই পড়েছে বার্সেলোনা।রক্ষণভাগে কে খেলবেন তা নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে কোচ কিকে সেতিয়েনের।স্যামুয়েল উমতিতি আর ক্লেমেন্ত লংলে আগে থেকেই চোট পেয়ে ছিলেন।ব্যাকআপ হিসেবে থাকা রোনাল্ড আরাউহোও সম প্রতি চোট পেয়ে গেছেন ছিটকে।বি দলের হয়েও বেশ কিছুদিন মূল দলের সঙ্গে খেলছিলেন উরুগুইয়ান এই ডিফেন্ডার।তবে তৃতীয় বিভাগে প্লে অফে আবারও বি দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ২-১ ব্যবধানে হারা ম্যাচে তিনি নিজেও চোট পান গোড়ালিতে। ফলে ন্যাপো লির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। ম্যাচটিতে নিষেধাজ্ঞার কারণে আর্তুরো ভিদাল আর সার্জিও বুসকেটসকে পাবে না দলটি, এদিকে জুভেন্তাসে নাম লেখানো আর্থার মেলোও চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন না বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল