ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধে বেধে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই বেইজিংয়ের আরও কনস্যুলেট বন্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।২৩ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।গতকাল ২২ জুলাই ২০২০ ইং তারিখ বুধবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দিয়ে জানান, আরও বেশি চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া ‘সবসময়ই সম্ভব’।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরে চীনা কনস্যুলেট থেকে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেটটি খালি করার নির্দেশ দেওয়ার পরই সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় তারা (চীনা কনস্যুলেটের কর্মকর্তারা) নথিপত্রগুলো পুড়িয়ে দিচ্ছিল।এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমেরিকা তাদের মেধাস্বত্ব রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ জুলাই ২০২০/ইকবাল