January 18, 2025, 2:51 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের
বিকাশকে ফিরিয়ে আনার সময় উল্টে যাওয়া গাড়ি। ছবি টুইটার থেকে নেয়া।

ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বিকাশকে ফিরিয়ে আনার সময় উল্টে যাওয়া গাড়ি। ছবি টুইটার থেকে নেয়া।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে জড়িত কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে গুলি করে হত্যা করা হয়েছে।মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করে কানপুরে নিয়ে আসার সময় ১০  জুলাই ২০২০ ইং তারিখশুক্রবার সকালে উত্তরপ্রদেশের এই ত্রাসকে গুলি করে মারে পুলিশ।পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, যে গাড়িতে করে কুখ্যাত মাফিয়া বিকাশকে নিয়ে আসা হচ্ছিল সেটি হঠাৎ মাঝপথে উল্টে যায়। এসময় সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। সে সময়ই পুলিশের চালানো গুলিতে নিহত হয় ওই দুষ্কৃতকারী।এর আগে গতকাল ৯ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে বিকাশ ‍দুবেকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে আট পুলিশ কর্মীকে হত্যা করেছিল সে। তারপর থেকেই তার খোঁজে উত্তরপ্রদেশসহ আশপাশের রাজ্যগুলো অভিযান চালাচ্ছিল পুলিশ।গত ৩ জুলাই ২০২০ ইং তারিখশু ক্রবার খুন, অপহরণসহ ৬০ মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্য কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়।সে সময়ই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া।তার চালানো গুলিতে নিহত হয় ৮ পুলিশ কর্মী।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর