January 18, 2025, 5:38 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কে পাত্তা না দেয়া ব্রাজিল প্রেসিডেন্টের করোনা উপসর্গ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কে গুরুত্বই দেননি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মাস্ক না পরেই ঘুরে বেড়িয়েছেন সর্বত্র। সমাবেশ করেছেন সমর্থকদের নিয়ে। তাকে মাস্ক পরাতে আদালত আদেশ পর্যন্ত দিয়েছেন।সেই বলসোরানোর দেহেই করোনার উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন তিনি। সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানিয়েছেন।এই মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। ফুসফুসের পরীক্ষা করিয়েছি। ফুসফুস পরিষ্কার, ঠিক আছে? কিছুক্ষণ আগে কোভিড-১৯ পরীক্ষা করাতে গিয়েছিলাম, কিন্তু সব ঠিক আছে।’যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়ায় সমালোচিত হচ্ছিলেন বলসোনারো। লকডাউন নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বে বাদ পড়েন ব্রাজিলের দুজন স্বাস্থ্যমন্ত্রী। এখনও স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী পায়নি লাতিন আমেরিকার দেশটি। এদিকে সংক্রমণও কমছে না। যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় দেশটি।গত সপ্তাহে আদালত নির্দেশ দেয়ার পর এখন মাস্ক পরছেন বলসোনারো। মঙ্গলবার তার করোনা টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার কথা।‘তোমরা কেউ আমার কাছে এসো না, ঠিক আছে? এই নির্দেশনা সবার জন্য।’ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত এই রাজনীতিবিদ এখন এমন কথা বললেও কয়েক দিন আগে শত শত মানুষ নিয়ে রীতিমতো র্যা লিতে হেঁটেছেন।এর আগে মে মাসে তার করোনা আক্রান্ত হওয়ার খবর চাউর হয়। পরে অবশ্য বলসোনারো নিজেই সেই খবর উড়িয়ে দেন।লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ২৬ হাজার ৭১ জন। মারা গেছেন ৬৫ হাজার ৫৫৬ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন।

প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর