October 9, 2024, 4:28 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

মানিকগঞ্জে পৌর এলাকায় অবৈধ টোল আদায়ের দায়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

মো: বিল্টু মিয়া,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জ পৌর এলাকায় মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে পরিবহন থেকে টোল আদায়ের ঘটনায় অবশেষে ইজারাদার যুবলীগ নেতা সুমন খন্দকার ও তার তিন সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- শহরের পশ্চিম দাশড়া এলাকার খন্দকার মজিবুর রহমানের ছেলে ইজারাদার সুমন খন্দকার (৩৮) ও তার সহযোগী মো. উজ্জল শেখ(৩৭), মো. নাঈম খান(২৮) এবং মো. দুলাল(৩৭)।এ প্রসঙ্গে মামলার বাদী এসআই তারেক পারভেজ জানান, গত ২৪ এপ্রিল ইজারার মেয়াদ শেষ হয়েছে।ওই ইজারাদার অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীন ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে চাঁদা/টোল আদায় অব্যাহত রেখেছেন।এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ২টি রশিদ বইসহ নগদ টাকাও উদ্ধার করা হয়।।এব্যপারে পুলিশের ডিএসবির এএসপি হামিদুর রহমান সিদ্দিকী জানান, মেয়াদ শেষ হওয়ার পরও ইজারাদার অবৈধ ভাবে মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীরে ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের বিষয়টি পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দৃষ্টি গোচর হলে দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।উল্লেখ্য, গত ৪ জুন ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার জরিনা কলেজের মোড়, বাসষ্ট্যান্ড, দুধবাজার ও গঙ্গাধর পট্টির (পুলিশ ফাঁড়ি) সামনে ও মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে টোল আদায় করতে ছিল ওই ইজারাদার ও তার সহযোগীরা।পৌরসভার হিসেব মতে, গত বছরের পয়লা বৈশাখ থেকে ১৪২৬ বাংলা সালের জন্য ৩০ চৈত্র পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকায় সুমন খন্দকার অভ্যন্তরীন ট্রাক লোড আনলোড ও টোল আদায়ের কার্যাদেশ পান।গত ৩০ চৈত্র ওই ইজারাদারের টোল আদায়ের মেয়াদ শেষ হয়ে গেছে।এরপর ১ মাস ২২ দিন ধরে অবৈধ ভাবে টোল আদায় অব্যাহত রেখেছেন তিনি।

ডিটেকটিভ/৬ জুন ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর