October 9, 2024, 4:21 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

কক্সবাজারের চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে এ কেমন নির্যাতন!

মোঃ শাহাদত হোসেন,চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ পাওনা টাকা চাওয়ায় নুরুল আলম (৭৫) নামের এক বৃদ্ধকে উলঙ্গ করে নির্যাতন করেছে এক ইউপি সদস্যের লোকজন।তারা প্রকাশ্যে গ্রামবাসীর সামনে ওই বৃদ্ধকে মারধর ও পরিধানের কাপড় ছিঁড়ে খুলে নিয়েছে।ওই বৃদ্ধকে উলঙ্গ করে নির্যাতনের একটি ভিডিও গত ২ জুন ২০২০ ইং তারিখ মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ভিড়িও ভাইরাল হওয়ার পর চকরিয়া থানার পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযানে নেমেছে।নুরুল আলম চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছকুড়িটিক্কা গ্রামের মৃত আলী মিয়ার পুত্র।নির্যাতিত নুরুল আলমের ছেলে আশরাফ হোছাইন জানান, তার বাবা নুরুল আলমসহ একই এলাকার আরও দুই ব্যক্তি ওই এলাকার ইউপি সদস্যা আরজ খাতুনকে ৬ বছরের জন্য একটি চিংড়ি প্রকল্প বর্গা দিয়েছিলেন।কিন্তু আরজ খাতুন প্রতারণা করে নুরুল আলমকে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ টাকা পরিশোধ করেননি।তিনি জানান, ইউপি সদস্য আরজ খাতুনের কাছ থেকে চিংড়ি প্রকল্পের বর্গা বাবদ ১ লাখ ৮২ হাজার টাকা পাওনা থেকে যায়। ওই পাওনা টাকা আজ দিবে কাল দিবে বলে না দিয়ে প্রতারণা করে আসছে।এ নিয়ে অনেক সালিশ-বিচারও হয়েছে।ওই টাকা না দিয়ে ইউপি সদস্যা আরজ খাতুন উল্টো আরও কয়েক বছরের জন্য বর্গা নিয়ে নেয়ার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে আসছেন।কিন্তু নুরুল আলম আগের টাকা না দিলে নতুন করে বর্গা দিতে অস্বীকৃতি জানালে গত ২৪ মে বিকাল সাড়ে ৫টার দিকে ইউপি সদস্যা আরজ খাতুনের লেলিয়ে দেয়া একাধিক মামলার আসামি আনছুর আলম, মিজান, রুবেল, রিয়াজ ও জয়নালসহ আরও বেশ কয়েকজন ঢেমুশিয়া তেচ্ছিরপুল রাস্তার মাথা নামক এলাকায় নুরুল আলমকে ধরে পরিধানের কাপড় খুলে ছিঁড়ে ফেলে গ্রামবাসীর সামনে নির্যাতন করে।এ ঘটনার একটি ভিড়িও গত ২ জুন ২০২০ ইং তারিখ মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঊর্ধ্বতন মহল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের কেউ জানাননি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিড়িও ভাইরাল হওয়ার পর পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন। নির্যাতিত বৃদ্ধ নুরুল আলমের ছেলেকে থানায় আসতে বলা হয়েছে। তিনি আসলে তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।এ ব্যাপারে আরজ খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

ডিটেকটিভ/৪ জুন ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর