October 9, 2024, 8:29 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

সিলেটে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন লোকদের ও ইমাম-মোয়াজ্জিনদের আর্থিক অনুদান

জিসান আহমেদ জুটন,সিলেট থেকেঃ

সিলেটে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনকের উদ্যোগে করোনাভাইরাসের কারণে কর্মহীন লোকদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।এ সময় উপজেলার ১৩০০ ইমাম ও মোয়াজ্জিনের মধ্যে নগদ ১৩ লাখ টাকা বিতরণ করা হয়।গতকাল ৩১ মে ২০২০  ইং তারিখ রোববার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই অর্থ বিতরণ করেন সিলেট ৩ আসনের এমপি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী।সংগঠনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েছসহ সব সদস্য ও তাদের পরিবার আর্থিক অনুদান প্রদান করায় সংসদ সদস্য তাদেরকে ধন্যবাদ জানান।এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩১ মে ২০২০  ইং তারিখ রোববার সকালে অপর একটি অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ৪০০ ইমাম ও মুয়াজ্জিন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোক, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোক, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১৫৩ জন কর্মহীন লোকদের মধ্যে নগদ জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি বদরুদ্দোজা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, প্রবাসী জুবের আহমদ খান, আবদুল হাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল কয়েস, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক সাইস্তা, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক ও ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন জুনেল।পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলার ১৯৯টি মসজিদে ও দক্ষিণ সুরমা উপজেলার ৪৮২টি মসজিদের কমিটির কাছে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ।

ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর