October 10, 2024, 2:19 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

ডিইউজে সাবেক সভাপতি সূর্য ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত ২৭ মে বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর ২৮ মে বৃহস্পতিবার বিকালে তারা জানতে পারেন যে তারা করোনাভাইরাসে আক্রান্ত। সাংবাদিক আবু জাফর নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছুদিন ধরেই আমি ও আমার স্ত্রী ঠাণ্ডা-কাশি ও জ্বরে ভুগছি। অসুস্থতার মাত্রা বেশি হওয়ায় বুধবার জাতীয় প্রেস ক্লাবে দুজনের নমুনা পরীক্ষা করাই। বৃহস্পতিবার বিকালে আমাকে জানানো হয়েছে যে, আমাদের দুজনেরই করোনা ভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার দুই মেয়ে রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷ আবু জাফর টাইমস অব বাংলাদেশ নামে একটি সংবাদপত্রের সম্পাদক। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবার কাছে দোয়া চেয়েছেন এই সাংবাদিক নেতা। প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজের সমন্বিত সহযোগিতায় ব্র্যাক নমুনা সংগ্রহের জন্য জাতীয় প্রেস ক্লাবে বুথ স্থাপন করেছে। তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করে। এখানে সহজেই সংবাদ কর্মীরা করোনা পরীক্ষা করাতে পারছেন। দেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় এই ভাইরাসে। গত ২৮ মে বৃহস্পতি বার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৭১ জনে। শুক্রবার মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ২৩ জন। আক্রান্ত হয়েছেন ২৫২৩ জন।

ডিটেকটিভ/২৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর