October 9, 2024, 12:21 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে ৫ শত শ্রমিককে ঈদ উপহার দিলেন সিরাজুল ইসলাম

তারিকুল ইসলাম,কোম্পানীগঞ্জ(সিলেট) সংবাদদাতাঃ
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রভাবে ও উপজেলার সব কয়টি পাথর কোয়ারী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কোম্পানীগঞ্জের পাথর উত্তোলন ও বহনকারী অর্ধলক্ষাধিক শ্রমিক দীর্ঘদিন ধরে বেকার ও অসহায়ভাবে দিনাতিপাত করছে।উপজেলা গঠনের সাল থেকে অদ্যবধি এই উপজেলার উন্নয়ন কর্মকান্ড শ্রমিকদের ধারাই সুঘঠিত হয়েছে।কিন্তু সেই শ্রমিকরাই আজ উপেক্ষিত ও অসহায় হয়ে পরেছে।আজ তাদের খবর কেউ নিচ্ছেনা।যারা কোম্পানীগঞ্জের উন্নয়ন চায় তারা অন্তত কোয়ারী খুলে দেওয়ার পক্ষে থাকা উচিত।কারন উপজেলার উন্নয়নের যাদের অবদান সেই শ্রমিকরা এই কোয়ারীকে উৎস করেই বেচে আছে।আজ তারা অনাহারে অর্ধাহারে দিনপার করছে।সেই ভুভুক্ষা শ্রমিকদের অসহায়ত্বের কথা চিন্তা করে জাতীয় শ্রমিকলীগের (রেজিঃ চট্ট ২২৬৩) অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৫ শত টি নিরীহ নিপিড়িত ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি আমরা । উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের নিজস্ব অর্থায়নে ৫ শত শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদ মহোদয়ের কাছে শ্রমিকদের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ কোম্পানীগঞ্জের পাথর শ্রমিকদের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে অবিলম্বে সব কয়টি পাথর কোয়ারী খুলে দেওয়া হোক।
পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট২২৬৩) পূর্ব ধলাই শাখার সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সুহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন শনিবার (২৩ মে) বেলা ১২ টার সময় উপজেলার দয়ারবাজার সংগঠনের শাখা অফিসে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পূর্ব ধলাই শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শামিম আহমদ, দপ্তর সম্পাদক রতন বাবু,সুদির বাবু,গেদাই মিয়া,শ্রমিক নেত্রী মনোয়ারা বেগম, রোকেয়া বেগম (সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার),নুরুন নেহার।
ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর