October 10, 2024, 4:20 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগ চরমে

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মধ্যম চান্দিশকরা এলাকা ও কনকাপৈত ইউনিয়নের মরকটা ইসলামী সিনিয়র মাদরাসা মাঠে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ছাত্র-ছাত্রীসহ পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেছে অনেকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম-লাকসাম সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের শত শত গাড়ি চলাচল করে। সড়কের মধ্যম চান্দিশকরা দ্বোতলা মসজিদের পশ্চিম পাশে বিশাল অংশজুড়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই সেখানে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় মালবাহী ট্রাক আটকে যাওয়াসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া মরকটা ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠেও সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে থাকে। এতে করে মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিন গিয়ে রোববার সকাল ১০টায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মধ্যম চান্দিশকরা ও ১০টা ২০ মিনিটের সময় মরকটা ইসলামিয়া মাদরাসায় গিয়ে পানি জমে থাকতে দেখা গেছে।
এদিকে উভয়স্থানে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে ভুক্তভোগী এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
চৌদ্দগ্রামের বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান মীর হোসেনের ইন্তেকাল, বিশিষ্ট জনের শোক প্রকাশ
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান মীর হোসেন মীরু(৭০) অসুস্থ্যজনিত কারণে রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের বসন্তপুর গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাবেক চেয়ারম্যান মীর হোসেন মীরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাসিমুল হক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব খায়েজ খায়েজ আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতা মমিনুল হক ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর