September 14, 2024, 3:40 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মোশাররফ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মোশাররফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট নিরসনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মোশাররফ এই মন্তব্য করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই আলোচনার আয়োজন করে। এতে দেওয়া ব্ক্তব্যে মোশাররফ বলেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংকট প্রকট আকার ধারণ করেছে। মিয়ানমারে গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনা অভিযানের পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। নির্যাতন ও হত্যা থেকে বাঁচতে এখনো বহু রোহিঙ্গা সীমান্তে পেরিয়ে ঢুকছে কক্সবাজারে। রোহিঙ্গা সংকটে বিভিন্ন দেশ সরকারের পক্ষে নেই উল্লেখ করে ড. মোশাররফ বলেন, সরকার আমেরিকাকে বোঝাতে ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ব্যর্থতা এখান থেকেই শুরু হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যেভাবে কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তাতে তাদের পক্ষে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব হবে, এ নিয়ে আমরা সন্দিহান। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপি নেতার এই বক্তব্য দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর থেকে ফিরে বলেন, রোহিঙ্গা সঙ্কটে আন্তর্জাতিক মনোযোগ সরকারের ভূমিকার কারণেই পড়েছে। এবার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলতে দেরির জন্য সরকারের সমালোচনা করে আসা বিএনপি রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর উপর জোর দিচ্ছে। মোশাররফ বলেন, জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী অন্য দেশগুলোকে পক্ষে এনে মিয়ানমারকে চাপ দিতে পারেননি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিকভাবে সম্পূর্ণ একা। চীন বাংলাদেশের পাশে নাই, রাশিয়া পাশে নাই, আমেরিকা পাশে নাই এমনকি ভারতও বাংলাদেশের পাশে নাই। জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা‘র উদ্যোগে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মোশাররফ প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি নিয়েও কথা বলেন। তিনি বলেন, তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ নন, তিনি সুস্থ। ঢাকেশ্বরী মন্দিরে তার যাওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাকে জোর করে ছুটি দেওয়া হয়েছে। সরকার আদালতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির উপর খড়গহস্ত হয়েছে বলে দাবি করেন মোশাররফ। যেদিন তাকে জোর করে ছুটিতে পাঠানো হল, সেদিন তিনি অফিসে বসেছেন। তার দস্তখতে বেঞ্চ গঠন হয়েছে। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সভা করেছেন। দুপুরের পরেই তিনি অসুস্থ হয়ে গেলেন, ছুটিতে যেতে হবে-এটা কেউ বিশ্বাস করে নাই। জাগপা সভাপতি রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, তাসমিয়া প্রধান, আবু মো. আনাছ, আসাদুর রহমান খান, শেখ জামালউদ্দিন বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর