September 21, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মোশাররফ

রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: মোশাররফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট নিরসনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় মোশাররফ এই মন্তব্য করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই আলোচনার আয়োজন করে। এতে দেওয়া ব্ক্তব্যে মোশাররফ বলেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংকট প্রকট আকার ধারণ করেছে। মিয়ানমারে গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সেনা অভিযানের পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। নির্যাতন ও হত্যা থেকে বাঁচতে এখনো বহু রোহিঙ্গা সীমান্তে পেরিয়ে ঢুকছে কক্সবাজারে। রোহিঙ্গা সংকটে বিভিন্ন দেশ সরকারের পক্ষে নেই উল্লেখ করে ড. মোশাররফ বলেন, সরকার আমেরিকাকে বোঝাতে ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ব্যর্থতা এখান থেকেই শুরু হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার যেভাবে কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তাতে তাদের পক্ষে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব হবে, এ নিয়ে আমরা সন্দিহান। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপি নেতার এই বক্তব্য দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর থেকে ফিরে বলেন, রোহিঙ্গা সঙ্কটে আন্তর্জাতিক মনোযোগ সরকারের ভূমিকার কারণেই পড়েছে। এবার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলতে দেরির জন্য সরকারের সমালোচনা করে আসা বিএনপি রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর উপর জোর দিচ্ছে। মোশাররফ বলেন, জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী অন্য দেশগুলোকে পক্ষে এনে মিয়ানমারকে চাপ দিতে পারেননি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিকভাবে সম্পূর্ণ একা। চীন বাংলাদেশের পাশে নাই, রাশিয়া পাশে নাই, আমেরিকা পাশে নাই এমনকি ভারতও বাংলাদেশের পাশে নাই। জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা‘র উদ্যোগে ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মোশাররফ প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি নিয়েও কথা বলেন। তিনি বলেন, তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ নন, তিনি সুস্থ। ঢাকেশ্বরী মন্দিরে তার যাওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তাকে জোর করে ছুটি দেওয়া হয়েছে। সরকার আদালতের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির উপর খড়গহস্ত হয়েছে বলে দাবি করেন মোশাররফ। যেদিন তাকে জোর করে ছুটিতে পাঠানো হল, সেদিন তিনি অফিসে বসেছেন। তার দস্তখতে বেঞ্চ গঠন হয়েছে। তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সভা করেছেন। দুপুরের পরেই তিনি অসুস্থ হয়ে গেলেন, ছুটিতে যেতে হবে-এটা কেউ বিশ্বাস করে নাই। জাগপা সভাপতি রেহানা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, তাসমিয়া প্রধান, আবু মো. আনাছ, আসাদুর রহমান খান, শেখ জামালউদ্দিন বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর