ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
করোনার প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। মে মাসের আগে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণ।ফলে গৃহবন্দি অবস্থায় অলস সময়ই কাটছে লিওনেল মেসি, নেইমারদের মতো তারকাদের।তবে সংকটময় এ পরিস্থিতিতে নিজেদের ব্যস্ত রাখার পাশাপাশি নির্মল বিনোদনের জন্য কোনো কিছুই বাকি রাখছেন না বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড়রা।মেসি দেখাচ্ছেন টয়লেট পেপার নিয়ে কারিকুরি, নেইমার ঘাম ঝরাচ্ছেন বাড়ির আঙিনায়, প্রতিবেশীদের নিয়ে মজা করছেন সেস ফ্যাব্রিগাস। বিশ্বব্যাপী ফুটবলাররা মিলে শুরু করেছেন ‘বাড়িতে থাকা চ্যালেঞ্জ’। সেই চ্যালেঞ্জের অংশ হিসেবেই মেসি ফুটবলের বদলে পায়ের জাদু দেখিয়েছেন টয়লেট পেপার নিয়ে। তাকে এ কাজের চ্যালেঞ্জ দিয়েছেন সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজ। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যমে নিজের চ্যালেঞ্জ পূরণ করেছেন মেসি।তিনি আবার মনোনীত করেছেন আরও চার ফুটবলারকে।তারা হলেন বার্সেলোনা সতীর্থ আর্তুরো ভিদাল, জর্দি আলবা, লুইস সুয়ারেজ এবং জাতীয় দলের প্রিয় বন্ধু সের্গিও আগুয়েরো। অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে, নিজের ফিটনেস ধরে রাখতে ব্যক্তিগত জিমে সময় কাটাচ্ছেন মেসি। সেখানে তাকে সঙ্গ দিচ্ছে তার তিন ছেলে থিয়াগো মাত্তেও ও চিরো। এটি অবশ্য কোনো চ্যালেঞ্জের অংশ নয়।মেসির মতো টয়লেট পেপার দিয়ে কারিকুরি দেখিয়েছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক ফুটবলার জন টেরি। বর্তমানে গৃহবন্দির দিনগুলোতে ২০১২ সালে জেতা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিয়েই যত খেলা করছেন টেরি। নিজের স্ত্রী সামার টেরিকে নিয়ে টয়লেট পেপার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির মধ্যে ফেলার চ্যালেঞ্জে মেতেছেন তিনি, যা ধরা হয়েছে ‘বাড়িতে থাকা চ্যালেঞ্জ’ এর অংশ হিসেবেই।এদিকে থমকে যাওয়া ফুটবল কবে গতি পাবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে মে মাসের মাঝামাঝি ইউরোপের শীর্ষ লিগ ও টুর্নামেন্ট ফের শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় সব ক্লাব ফুটবল বন্ধ হয়ে গেছে। ইউরো এক বছর পিছিয়ে যাওয়ায় চলতি মৌসুমের ঘরোয়া লিগ শেষ করার সুযোগ তৈরি হয়েছে। এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন লা লিগা সভাপতি, ‘৩০টি লিগ, ৩০টি কাপ টুর্নামেন্টে (করোনাভাইরাসের) প্রভাব পড়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটা সূচি সমন্বয় করতে হবে আমাদের। আশা করি, মে মাসের মাঝামাঝি আবার মাঠে গড়াবে খেলা।
প্রাইভেট ডিটেকটিভ/২২ মার্চ ২০২০/ইকবাল