চট্টগ্রামে আড়াই হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে মোহাম্মদ কামাল (২২) ও নুর কামালকে (১৮) গ্রেফতারের কথা জানান অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, দুজনই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইয়াবা নিয়ে বিক্রির জন্য তারা চট্টগ্রামে এসেছিল। তারা এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশকে জানিয়েছেন। মিয়ানমারে দমন-পীড়নের শিকার ৫ লাখের বেশি রোহিঙ্গা গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই শরণার্থীদের কক্সবাজারের মধ্যে রাখার পরিকল্পনা সরকারের থাকলেও নানা ফাঁক গলে তাদের ছড়িয়ে পড়ার খবরও আসছে।