January 12, 2025, 9:38 pm

সংবাদ শিরোনাম

আঁখি-মনিকাদের প্রস্তুতি বৃহস্পতিবার শুরু

আঁখি-মনিকাদের প্রস্তুতি বৃহস্পতিবার শুরু

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত মাসে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা জয়ী মেয়েদের সবচেয়ে বড় প্রাপ্তি দেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা। শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত আঁখি-তহুরা-মনিকাদের সামনে নতুন বছরে কঠিন চ্যালেঞ্জ। তারই প্রস্তুতি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। ২০১৮ সালে ব্যস্ত সময় কাটবে মেয়েদের। আটটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে তারা। এর মধ্যে এপ্রিলে থাইল্যান্ডে ফুটসাল আর আগস্টে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হবে তাদের জন্য নতুন অভিজ্ঞতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বছর জুড়ে মেয়েদের আবাসিক ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য সিনিয়র-জুনিয়র মিলিয়ে ৩৫ জন ফুটবলারকে ডাকা হয়েছে ক্যাম্পে, যার মধ্যে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনও আছেন। নিজে অনুশীলনের পাশাপাশি জুনিয়রদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবিনা। আজ বৃহস্পতিবার থেকে দুবেলাই অনুশীলন হবে।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনবলেছেন, ‘এ বছর মেয়েদের সামনে ব্যস্ত সূচি। আমরা ক্যাম্পে ৩৫ জন খেলোয়াড়কে ডেকেছি। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে সব প্রতিযোগিতায় খেলানো হবে। সামনে হংকংয়ে চার জাঁতি টুর্নামেন্ট আছে, এরপর এএফসি, সাফ আর এশিয়াড। সব প্রতিযোগিতায় আমরা ভালো খেলতে চাই।’

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর