কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের শেখর কাজী সিরাজুল ইসলামএকাডেমীর দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসম্পন্ন হয়েছে।অনুষ্ঠানের প্রথম দিন ৮ মার্চবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কাজী নজরুল ইসলাম। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেনআমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম কাজল। স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাজী আমিনুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, এডভোকেট উতপল মুখার্জী, তরুন সমাজ সেবক আনিসুর রহমান হিটলু, মো. দীন ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার (৯মার্চ)সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম ।
প্রাইভেট ডিটেকটিভ/৯ মার্চ ২০২০/ইকবাল